রোজগার করি দু হাতে টাকা
চালাই সংসারের চাকা,
পারবো না যেদিন যোগান দিতে
সব হয়ে যাবে ফাঁকা!
ড্রয়িং রুমে বসতে গেলে,
সোফা হয়ে যাবে নোংরা,
ব্যস্ততায় সব আপন ভুবনে
আমি আবার কোন ট্যাংরা?
আহা রে জীবন, আহারে স্বজন
কিছুইতো যায় না চেনা,
একদা ছিল এই কি আমার
অতি আপন ভুবন?
পথে বেপথে গড়ে তুলেছি
বিশাল সম্পদের পাহাড়,
আজ জোটে না সেথা হতে
দু বেলা দু মুঠো আহার!
ন্যায় নীতির ধার ধারিনি
ভেবেছি এভাবেই চলবে,
বুঝিনি আমি শেষ বেলাতে
কেউ এমন খেলা খেলবে!