হয়েছে সে মস্ত বড়
এক বাড়ীওয়ালা,
ভাড়াটে ছিচকাঁদুনে
জ্বালায় তারে ম্যালা।
সময় মেপে যদি পারো
তবেই ঘরে ঢুকবে।
নইলে তোমায় ভাড়াটিয়া
বাড়ীওয়ালাই রুখবে।
হাওয়া খাবে? চাই কি তোমার
ফ্রেশ অক্সিজেন?
ছাদ কি তোমার বাপের গড়া
ভাড়াটিয়া ভূপেন?
বাড়ীওয়ালা জাতে আমি
ব্রাহ্মণ অতি উচ্চ,
তুই ভাড়াটিয়া লাফাস কেন
উঁচিয়ে তোর পুচ্ছ?