Chill হতে চায় বাঙলা মায়ের বাংলিশ এক ছেলে,
পেট ভরে না ভাতে তার, ফার্স্ট ফুড না খেলে;
শান্তি, সাম্য আজব লাগে জানে না এর মানে,
চিল, দাঁড়কাক বসত করে তার-ই মনে প্রাণে।
ঠ্যাং বেঁকিয়ে হাটা-ই না কি লেটেস্ট স্মার্টনেস,
পরিপাটি ভদ্রলোকের মুখোশ পরা ফেস;
ফেসের উপর পেন্টিং করে সাজে ঐশ্বরিয়া,
অন্তরাত্মা শুন্য দেখে মরছে কেঁদে হিয়া।
চিল হয়ো না খোকা তুমি বলে না মা আর,
আস্কারাতে মাথায় উঠে যাচ্ছে প্রাণ খোকার।