টিকেটের টিকিটা নাই
বাঘ হুংকারিবে আজ
কোটি বাঙালির আর্তনাদ
স্বচক্ষে তাহা দেখিতে চাই।
যদি না মেলে টিকেটের টিকি
নগদে হইবে সব-ই, তবু
রহিয়া যাইবে সব বাকী।
বাঘের থাবায় বধিবে ছাগ
নাসিবে আজ বিষধর নাগ,
দেখিতে যদি না পাই
জীবন হইবে ছাই ছাই।
দামালের দল খুঁজিয়া মরে তায়
টিকেটের টিকির দেখা মিলিবে
খুঁজিয়া পাইবে কোন পথ নিশ্চয়।
দেখিবে বিশ্ব আজ বিস্ফোরিত নেত্রে
মারিবে তাহারা, ছুটিবে তাহারা
ভাবিবে উহারা চূড়ায় উঠিয়া
ছুটিবে তাহারা আর কোন কোন ক্ষেত্রে?
শুনিয়াছো নাম বাঙালি তাহার
করোনিতো কভু কোন গৃহে আহার,
তবেই বুঝিতে বাঙালির কি রূপ,
খেলিয়া যায় সেথা শত রং এর বাহার!