আলো আর আঁধারে
চিরকালের বৈরী
তার মাঝে বলী হতে
তুমি আমি তৈরী।
ন্যায় আর অন্যায়
ধারে নাতো কারো ধার
দান মেরে টান দিয়ে
হয়ে যায় পগার পার।
কে কাঁদে কে হাসে
তাতে কি বা যায় আসে,
আখেরটা গুছিয়ে
ডুব দেয় অনায়াসে।
হায় হায় করে কেউ
শুধু বুক চাপড়ায়
দিন বুঝে ছাগলেও
বাঘের ছাল কামড়ায়।