বাঁধবো না আমি তোমাকে আমার
চার দেয়ালের ঘরে,
বাঁধবো না ভালবেসে অঙ্গে জড়ানো
আমার এই শাড়ীর আঁচলে।
তোমাকে বাঁধবো না আমি
সমাজের তথাকথিত সংজ্ঞায়,
মরণে ছুটবো না ভাসাতে স্মৃতি
উন্মাতাল কোন গঙ্গায়।
আনন্দ, তোমায় বলছি;
শুনতে পাচ্ছো? ডাকছে তোমার...
কি বলবো? কোন নাম দাওনি তো
তুমি যে আমার।
যা হোক, যখন ইচ্ছে হয়
দিও একটা নাম;
সে নামে ডাকবে শুধু তুমি
জানবে না আর কেউ। আমি?
আমি তো জানবোই;
এ যে আমার আনন্দের দেয়া নাম!
আনন্দ, তোমায় বলছি;
শুনতে পাচ্ছো?
তোমার সাথে বাঁধবো না আমি
আর পাঁচ জনার মতো ঘর,
তোমার জন্য রাঁধবো না ভাত
কিংবা পাঁচফোড়নে ডাল;
তবু থাকবে তোমার আমার
ভালবাসায় ভরা এক সংসার।
আনন্দ, তোমায় বলছি;
শুনতে পাচ্ছো?
তুমি থাকবে আমার সুন্দরে,
আমার চেতনায়, ,আমার মননে।
তুমি থাকবে আমার সৃষ্টিতে,
তুমি থাকবে আমার দৃষ্টিতে।
তুমি থাকবে আমার বিশ্বাসে
আমার নিঃশ্বাসে।
আনন্দ, তোমায় বলছি;
শুনতে পাচ্ছো?
তুমি আমার সেই আলো,
যা ঘন গহীনে দেখায় আমায় পথ।
তুমি আমার সেই কান্ডারী,
উন্মাতাল সমুদ্রে যে ধরে রাখে
আমার তরীর হাল;
বুক দিয়ে যে আগলে রাখে, আর বলে
ভয় নেই, আছি তোমার পাশে।