আজব এ জামানারে ভাই
আজব এ দুনিয়া,
গেরস্থ নয়, চোর ব্যাটাই
ধরে এখন হাত চাপিয়া।
চোর হাটে রাজপথে
স্ফীত বক্ষে,
ভর দুপুরেই আঁধার দ্যাখে
গেরস্থ তার চক্ষে।
চোরের মায়ের গলা এখন
সবার গলা ছাপায়,
বাদ বাকীরা কোণঠাসা হয়
চোরের চাপার ঠ্যালায়।
চোরের নামে দিচ্ছে সবাই
সকাল সন্ধ্যা পূজা,
চোর-ই এখন মহাকালের
মহান সেরা রাজা।