ঘন কালো আঁধারে
ঢেকেছে আজ
প্রভাতের আকাশ,
বুক ভরা ব্যাথা তার,
এই বুঝি কেঁদে কেটে
করবে তা প্রকাশ।
ব্যথাগুলো জমে জমে
হয়ে ওঠে ভারী,
কান্না হয়ে
অঝোর ধারায়
ঝরে পড়ে বারী।
তর্জনে গর্জনে
আর ভারী বর্ষণে
বুক হয় হাল্কা,
ঝকঝকে আকাশে
মন তার হয়ে যায়
একেবারে পল্কা।


২৪/০৪/২০১৬