বছর ঘুরে আবার এলো
বৈশাখের ঐ ডাক,
বটতলাতে আসবে সবাই
বাজবে ঢুলির ঢাক।
ঢাকের তালে মংগল শোভায়
রং মিছিলের যাত্রা,
থাকবে না আর আজকে কোন
হল্লা হাসির মাত্রা।
মেলায় মিলবে মুড়কি মুড়ি
ফোঁকলা দাতেও হাসবে খুড়ি,
পিসি মাসী, মামা, খালা
দল বেঁধে আজ পরবে মালা।
আলতা পায়ে সিঁদুর মাথায়
গায়ের বধূ যাচ্ছে মেলায়।
মহাজনের হালখাতা আর
মিষ্টি মন্ডার পসরা দেখে
ছেলে বুড়ো ছুটছে সবাই,
বুকের মাঝে বাঁজছে যেন
আনন্দের এক নতুন সানাই।