আজো ভাবি গভীর রাতে তোমার কথা একা
চলার পথে আবার কখনো হয়ে যাই যদি দেখা


হয়তো তুমি আপন মনে চলবে তোমার পথ
নিরবে চেয়ে দেখবো তোমার চলার রথ
বুকের কোনে জেগে উঠলে পুরোন কোন ব্যাথা
সামলে নিয়ে ফিরবো জানি হবে না তো কথা।


হয়তো তুমি সন্ধ্যাবাতি জ্বালাবে কারো ঘরে
আলোকিত করবে সে ঘর আপন মহিমাতে,
আঁধারকে আমি আকরে ধরে একলা ঘরের কোণে
ঝিঁঝিঁ পোকার গান শুনবো উদাস আপন মনে।


হয়তো তুমি বাচ্চা কোলে করছো সুখে খেলা
হাঁসি আনন্দে কাটছে তোমার সারা বেলা,
আমি বসেছি খুলে সকল আমার স্মৃতির খাতা
মুসকি হেসে স্মরণ করছি পুরনো সকল কথা।


পাওয়া না পাওয়ার হিসেব কষে নেইকো জানি লাভ
ভাবি শুধু তুমি ছিলে আশির্বাদ নাকি অভিশাপ!
এসেছিলে কেন ক্ষণিকের তরে ভাসাতে সুখের নাও
মাঝ দড়িয়ায় ভাসিয়ে এখন একলা ছেড়ে যাও।