এসো স্বপ্ন দেখি স্বপ্ন দেখি স্বপ্ন দেখতে নেই মানা
ইচ্ছে গুলো পাখির মতো আকাশে মেলেছে ডানা।
স্বপ বিহীন এই পথ চলার নেই কোন মূল্য
লক্ষ্য বিহীন মানব জীবন জড়ো পদার্থের তুল্য।
মসৃণ নয় সফলতর পথ হাজার কাঁটায় পূর্ণ
সিনায় যদি থাকে সাহস এ পথ তোমার জন্য।
হাঁটতে গেলে পরবে তুমি আবার দাঁড়াবে উঠে
স্বপ্ন ভাঙবে গড়বে তুমিই আপন মনোবলে।
নিন্দুকেরা গাইবে তোমার পিছে বেসুরো গান
আপন লক্ষ্যে এগিয়ে চলো তাতে দিওনা কান।
পূর্ণতা পেলে পেটাবে তারাই প্রসংসার ঢোল
উড়োনা প্রশংসার ঝড়ে করো কঠিন পরিশ্রম।
সফলতার গৌরব যেন অহংকারী না করে
মনুষ্যত্ব নিজের মাঝে রেখো তুমি ধরে।
ছোট থেকো সবার তরে মনটা করে বড়
চলার পথে একলা চলো স্বপ্ন দেখ আরো।