যার জন্য হাতরে ফেরো ধূসর স্মৃতির পাতা
সেতো আছে সুখে অন্য কারো বুকে রেখে মাথা।
যার বিরহে জগত ছেড়ে হলে বিবাগি
চেয়ে দেখ সে সাজিয়েছে তার নতুন পৃথিবী।
যার কথা ভেবে কাটাও বিনিদ্র রজনী
সে কি তোমার করে স্মরন অবসরে একটুখানি!
তার জগতে তোমার জন্য নেইকো কোন ঠাঁই
তুমিই বোকা ফিরছো ঘুরে মিছি মিছি অযথায়।
শোন শোন বন্ধু আজি তোমায় বলে যায়
ছলনাময়ী এই দুনিয়ায় ভালোবাসা যে নাই।