স্বপ্ন চোখে আপন স্বদেশ ছাড়ি
বুক ভরা আশা নিয়ে প্রবাস জমাই পাড়ি।
প্রবাস এসে ঋণের বোঝা কর্তবের ভারে
বুঝতে পারে স্বপ্ন গুলো এয়ার্পোটে এসেছে ছেড়ে।
সবার স্বপ্ন তাকে ঘিরে সবি যায় জানা
বুঝতে পারে স্বপ্ন শুধু তারি দেখা মানা।
ঝড় বাদলে রোদ বৃষ্টিতে যখনি পাই কষ্ট
আপন স্বদেশ প্রিয়জনের মুখ গুলো হয় স্পষ্ট।
সবাই দেখে উপরের হাসির আবরন
কেউ দেখে না ভিতরে তার চলছে রক্ত ক্ষরণ।
নেই অভিযোগ নেই অনুযোগ মনের কোন কোনে
সবার মুখে রাখতে হাঁসি খাটে রাত্রি দিনে।
শরীরটা আর বাগ মানেনা চাই একটু বিশ্রাম
তোয়াক্কা নাই কোন কিছুর ছুটছে অবিরাম।
সর্দি জ্বরে অসুখ হলে নেই যে শুশ্রূষা
এম বি বি এস নিজেই করেন নিজের চিকিৎসা।