আমি আশা করি না তোমার কাছে মনি মুক্তা ও রত্ন
তুমি আছো আমার, বেঁচে থাকতে এইতো যথেষ্ট।
কোন এক পূর্ণিমাতে বসে দুজন মুখোমুখি
আর কি লাগে বলো জীবনে হতে সুখি।
দিনের শেষে ক্লান্ত হয়ে ফিরবো যখন ঘরে
বেলা শেষে শুধু তোমার বুকে নিও জরিয়ে।
হাঁসি মুখে শুধু একবার শুধিয়ো কুশল
যে হাঁসিতে, মিটবে আমার বিষাদ সকল।
ভালোবেসে একটা চুম্বন ললাটে দিও এঁকে
ঘুমোতে দিও তোমার বুকে মাথা রেখে।
জরিয়ে তোমার  রেশমী চুলে কাটতে কাটতে বিলি
দুজন মিলে সাজাবো হাজার কথার ডালি।
সুখ দুঃখ ভাগ করে নিব দুজন দুজনার
হাতটা ধরে করবো সকল বন্ধুর পথ পার।
ডাগর দুটি নয়ন যখন করবে আমায় শাসন
দুষ্টুমিতে জয় করে নিব অভিমানী মন।