তুমিতো এসে ছিলে হ্যালির ধুমকেতুর মতোই
হঠাৎ এসে মিলিয়ে গেলে আবার হাওয়ায়,
শুধু সৃষ্টি করে গেলে হাজার গল্পের পাহাড়।
আমি আজও অপেক্ষায় চেয়ে আকাশের পানে
কবে তুমি আসবে ফিরে জুড়ে মনের আকাশ।
তুমি মোর তরে পৃথিবীর অষ্টম আশ্চর্য
কেন যে তোমাকে ঘিরে মন রয় এতো ব্যাস্ত
উদঘাটন সম্ভব হয়নি তো, আজও সে রহস্য।
তুমি যেন রূপকথার সেই সুখের জগৎ
যেথায় বয়ে চলে অমৃত ঝর্ণার জলস্রোত,
আকাশ জুড়ে উড়ে রঙিন সব প্রজাপতি
পাখির গানের তালে নাচে শত ফুল পরী।
তুমি সেই সুবাস ছড়ানো ফুটন্ত গোলাপ
যা পেতে সানন্দে সয়ে যায় কাঁটার আঘাত।
তুমি সেই পূর্ণিমা রাতের পরিপূর্ণ চাঁদ
যাকে দেখে জ্যোৎস্না গায়ে মেখে কাটে সারারাত।


রচনা কাল: ২৫ ডিসেম্বর ২০২৩
Butik batok st23, Acacia lodge, Singapore


ছন্দ: মাত্রাবৃত্ত ১০+৬