পাঠকের মন্তব্যের প্রেক্ষিতে কবিতাটি পুনরায় সম্পাদন করা হলো


এই তুমি এসোনা মোদের কুষ্টিয়া
খাওয়াবো কুষ্টিয়ার তিলের খাজা।
ঘুরবো মাজার লালন সাহ
যেথায় মগ্ন সাধকেরা।
আরো ঘুরবো কুঠি বাড়ি আঙ্গিনা,
যেথায় রবি ঠাকুরের স্মৃতি মাখা।
আজো আছে সেই খানেতে বকুল গাছটা,
পুরোনো সেই লঞ্চ খানা আছে পুকুরে বাধা।
বিপ্লবী চেতনা নিয়ে আছেন বাঘা যতীন,
বীরত্ব গাঁথা তার অবদান হবে না কভু মলিন।
গ্রামবার্তা প্রকাশিকার কাঙাল হরিনাথ আছেন
বিষাদ সিন্ধুর মীর মশাররফ তোমায় ডাকছেন।
আজিজুলের গীতিকবিতায় ভুলবে যখন মন
কুলফি নিয়ে তোমার সামনে করবো আগমন।
এসো মোদের কুষ্টিয়া মুগ্ধ হবেই দিলাম কথা,
গড়াই নদীর পারে বসে খাবো মুক্ত হাওয়া।
ফসলের মাঠে হাতে হাত রেখে
সারাটা দিন,ঘুরবো দুই জনা।
তুমি যদি আসো কুষ্টিয়া
দেখাবো ঘুরে সাংস্কৃতি রাজধানী
স্মৃতি ঘেরা মোদের প্রিয় কুষ্টিয়া।


রচনা কাল=১৭-০৮-২০১৬ইং
পুনঃ সম্পাদন : ১৭-০৬-২০২৩ইং