বন্ধু তুই আই আবার ফিরে,
চলনা আবার হাটি নদীর ধারে ধারে
আই না বন্ধু ফিরে সেই,
দুষ্টামির দিন গুলো নিয়ে।
চল না আবার করবো খেলা
আম গাছের নিচে বসে।
বন্ধু আই আবার ফিরে,
চলবো আবার এক সাথে।
কী এমন একটি ভুলে গেলি
আমায় ছেড়ে চলে?
হজার ভুলেও কখনো বন্ধু
করিসনি তো রাগ।
কখনো বন্ধু আমার সাথে
বলিসনি কথা রেগে।
কি এমন ভুল করেছিলাম সেদিন
বন্ধু গেলি আমায় ছারে।
বন্ধু তোর সাথেই করতাম আমি
সুখ,দুখ ভাগাভাগি
বন্ধু কোথায় গেলি আমায় ছারি
ক্ষমা চাওয়ার সুজোগটা নাদিলি।
বন্ধু আই আবার ফিরে
এক সাথে পথ চলি।
বন্ধু দিস আমায় ক্ষমা করে
দেখতে আসিসনা বন্ধু তুই
যায় যদি আমি মরে,
যানি তুই পারবিনা সইতে।