আজ ফুল হাতে গেছি
প্রভাত ফেরিতে,
খালি পায়ে হেঁটে হেঁটে।
তবুও যেন হৃদয় মাঝে
অগ্নি বীনা বাজে।
ঐ বীনার তিক্ন স্বরে
বাংলা মা আবার
ওঠে কেঁপে।
মনে পরে ঐ নর পষুদের
অত্যাচারের কথা।
ওরা চেয়েছিল কেরে নিতে
আমার মুখের ভাষা।
হৃদয় মাঝে দোলা দেয় আবার
সালাম রফিকের ব্যাথা,
শহীদ মিনারে তাইতো আজ
নত করেছি মাথা।
ভুলবোনা কোন দিন তোমাদের মোরা
ভুলবেনা বাংলা মাতা।
তোমাদের রক্তে রঞ্জিত করেছে
ইতি হাসেরি পাতা।
রক্ত রাঙা রাজ পথে আজও
তোমাদের স্মৃতি মাখা।
তাইতো আজ মধুর বাংলায়
তোমাদেরকে ডাকা।