আবার একটি রমজান এলো আমাদের মাঝে
সে ডাকছে সকলকে,
গোনাহ গুলি সব করে নাও মাপ
বাচো ধ্বংস থেকে।
তুমি কি জানো আগামিতে আবার
পাবে আমাকে?
তাই বলছি গোনাহ মাপের
সু সময় এসেছে।
ছিয়াম সাধনায় মন মজিয়ে
রহমত তুমি নাও কুড়িয়ে।
অফুরন্ত রহমতের ভান্ডার
তিঁনি দিয়েছেন আজ খুলে।
নাও রহমত লুটে তোমরা
নাও আজ রহ মত লুটে।
এই মাসে যে সে দিচ্ছে বোনাস
তা নাও গ্রহন করে।
এক রাকাত নফল নামাজ পড়িলে
এক রাকাত ফরজের সেয়াব পাবে।
একটি টাকা করিলে দান
সুত্তর টাকার হবে সমান।
এসো এগিয়ে মুমিন গণ
সিয়াম সাধনায় শপ প্রাণ।
কুরআন নাজিলের এই মহান মাস
করেনাও মোচন সকল পাপ।