রধানগর আছে দারিয়ে
শির উচ্চু করে।
কুমার চলেছে অবিরাম
তাহার চরন ধুয়ে।
রাধানগরের চরন ধুয়ে
কুমার মিশেছে পদ্মায় গিয়ে।


কুমারের তীরে ফসলের হাসি
মন মুগ্ধ করে।
কুমার নদীর ঢেউয়ের খেলায়
মনটা উদাস করে।
কুমার নদীর মাতাল হাওয়া
অমায় পাগল করে।


কুমারের তীরে করছে খেলা
ছেলেরা ঘুরে ঘুরে।
কুমার নদীর কলকলানি
আমায় ভালো লাগে।


বাঁশ দিয়ে সাঁকো বেধে
সেথাই লোক চলছে হেঁটে।


কুমার নদী মন হরণী
করেছে আমার মন চুরি।
কুমারকে ঘিরে যত স্মৃতি
আমার মনে পরে।
*********************
রচনা কাল:06*02*2016