এক রাতেই হারিয়ে গেলো
কত পরিচিত-অপরিচিত মুখ।
গুলির আঘাতে ক্ষতবিক্ষত হলো
ঘুমন্ত শিশুর বুক।
ভেসে আসলো কত মায়ের
কান্নার ধনি হায়!
হারিয়ে গেছে আধারে কিছু শিক্ষক মহদয়!
কত ডাক্তার,বুদ্ধিজীবী,কৃষক,শ্রমিক ভাই
হারিয়ে গেছে তাদের প্রাণ
কাল রাত্রের ছায়ায়।
ঐ আধারে মশাল হাতে
আসলেন মুজিবর
বজ্র কন্ঠে ডাকলেন তিঁনি
রক্ষা কর নিজ মাতৃভূমি।
আসবোনা আর হয়তো আমি
এটাই হয়তো মোর শেষ বাণী,
উঠো জেগে হে বাঙালি
রক্ষা করতে নিজ মাতৃভূমি।
মিটিয়ে দাও ওদের ঐ রক্ত পিপাসা
দেখিয়ে দাও বাঙ্গালি মোরা
দেখুক ওরা বাঙালির হিংস্রতা।