আজান দিলেন মুয়াজ্জীন সাহেব
বিছানা ছেড়ে উঠোরে।
ফজরের নামাজ পড়ে,
রুজির কাজে ছোটোরে।
যে তোমাকে পাঠিয়েছে
তার আমলটা করলে না,
নামাজটাকে ফাঁকি দিতে
ধরছ কত বাহানা।
ফিরে আবার যেতে হবে
সেই কথাটা ভুলোনা,
তার হাতে ধরলে পরা
রেহাই কিন্তু পাবে না।
পাবে না সেই দিন
নালিস করার জন্য
ক্যাম্প অথবা থানা,
ঘুচবে তোমার সব চালাকি
পরবে যে দিন ধরা।
সময় থাকতে সেই দিনের জন্য
নিলে না তো কিছু,
বুঝবা সেই দিন
আজরাঈল যে দিন,নিবে তোমার পিছু।

    -----------0-------------