বলেছিলে তোমার আকাশ মাঝে নক্ষত্র এক আমি
তোমার গল্পে কোহিনুর থেকে আমিই নাকি দামি।
আজ কেন সে নক্ষত্র হতে আলোটুকু শুধু নিলে
যত্নে তোলা কোহিনুর কেন অবহেলায় ছুড়ে দিলে!
ভুলে কি গেছো অঙ্গীকার সব, ছিলো কি সব মেকি?
কত সাবলীল অভিনয়ে, দিয়েছো তুমি ফাঁকি।
জীবন নাট্যে তুমি জয়ী জিতে গেছো মিছে খেলায়
আমি তো খেলিনি আবেগ নিয়ে হেরে গেছি আজ তাই।
হেরে গিয়েও জিতেছি আমি বুঝেছি ধরার নীতি
স্বার্থ ফুরোলে সবাই পর সব হয়ে যাই স্মৃতি।