তোমার মুখে দেখতে হাঁসি মা
সে দিন অস্ত্র নিয়ে ছিলাম হাতে।
বুকে ছিল কত আশা কত ভালোবাসা
তোমাকে নিয়ে মা চোখে ছিল স্বপ্ন বোনা।
তুমি স্বাধীন হবে বাচবে নিজের মত
তোমার হাঁসি দেখে শুকাবে বুকের যতো ক্ষত।
তবুও কেন মা আজও তোমার নয়নে জল?
স্বাধীনতার পঞ্চাশ পেরিয়েও কেন মরা দুর্বল?
কেন মাগো তোর কোলে আজও মীরজাফরের বাস
আর কতবার দেখবি মা তুই বীর ছেলেদের লাশ?
আজও কেন মা শৃঙ্খল তব চারিদিক হতে ঘেরে
আজও কেন মা পরাধীনের মতো চলছি মাথা নুইয়ে!
আজও কেন মা অন্যের দাঁড়ে ভিক্ষার ঝুলি হাতে
লজ্জা কি লাগেনা মা তোর শরম পাসনা তাতে!
আজও কেন বল অপেক্ষা তব অন্য কারো দানের
এই কি মাগো ছিল স্বপ্ন তিরিশ লক্ষ প্রাণের !
যে ছেলে মা রক্ত দিয়ে এঁকে দিলো লাল টিপ
লক্ষ মা বোন ইজ্জত দিয়ে জ্বেলে গেল যে দ্বীপ!
আজ কেন মা নিভু নিভু সে প্রদীপ
বাহিরে যে ঘোর অমানিশা!
তোমার সন্তানের মস্তিষ্কে মা লুটতরাজের নেশা।
ক্ষমতা লোভে সন্তান তোর হয়েছে কুলাঙ্গার
মাগো তোর সন্তানদের অভাব যে নৈতিকতার।