যান্ত্রিক এই শহরে মানুষ আছে নেই প্রাণ তার
ছুটছে সবাই প্রতিযোগীতা অন্যকে ছাড়িয়ে যাওয়ার।
কোটি টাকা চুরি করে কেউ বনেযায় স্যার
পেটের দায়ে রুটি চোরের রাস্তায় হয় বিচার।
নিষ্ঠুর এই শহরে কেউ কারো নয়
শীতের প্রকোপে কাঁপে অসহায় পথ শিশু কাঁপে না পাষান হৃদয়।
প্রেমিকার হাত ধরে রেস্টুরেন্টে ফেলে , শত টাকার খাবার
অসহায় শিশুটা অভুক্ত থেকে রাত করে দেয় পার।
দিনের আলোয় সমাজসেবী উত্তম তার নীতি
রাতের আঁধারে অসহায় নারী দেয় আত্মহুতি।
এই শহরে হাজার যুবক হতাশার পাহাড় বুকে
ভুলতে ব্যথা নেশার সাগরে মরছে ডুবে ডুবে।
প্রেমের নামে যত্র তত্র নোংরামি হয় চাষ
হসপিটালের ডাসবিনে মেলে অবুঝ শিশুর লাশ।
কবি করে রক্তবমি কবিতায়, দেখে সমাজের অবক্ষয়
ধুঁকে মরা এই সমাজের ক্যানসার কভু ভালো হবার নয়।