ত্রিভুবনে শ্রেষ্ঠ সে সবার উপর মা
তাঁর জন্য সুন্দর এই পৃথিবীতে আসা,
তার কোলেতে শেখা আমার
প্রিয় মাতৃভাষা।
যে ভাষাতে কান্না আমার
সেই ভাষাতে হাসা,
এই ভাষাটা নিবে কেরে
কেমনে কর আশা?
যে ভাষাতে গান গেয়ে মা
পাড়ায় আমার ঘুম
সে ভাষাতেই বন্ধুর সাথে
হাসি খেলার ধুম।
এই ভাষাটা নিবে কেরে,
আপনা আপনি দিব ছেড়ে!
তোমরা কেমনে কর আশা?
প্রাণের থেকে প্রিয়
সে আমার মাতৃভাষা।
ভাষার জন্য জীবন বাজি
ইতিহাসে বিরল
এই ভাষাই মোদের শক্তি
এই ভাষাই মোদের বল।