ঘুরে এলো ফিরে পবিত্র ঈদুল আজহা
কুরবানি কর মনের পশু নতুন করে নিজেকে সাজা।
ভুলে কি গেছিস খোদার বাণী নাইকি তোদের মনে?
অন্যের হক পকেটে পুরে লাভ কি বড় পশু কিনে!
নিয়ত যদি হয় লোক দেখানো বড়ো পশু যাবে বৃথা
রক্ত মাংস পৌঁছে না পশুর পৌঁছে তব তাকওয়া।
নিরিহ পশু বলি দিয়ে নিলে বল কি শিক্ষা!
করবে কি খোদার পথে জীবন দিতে বাহানা?
অবুঝ পশু জবাই করে জান্নাত হয়না ক্রয়
করেন খোদা জান্নাত সওদা আপন সম্পদ, জীবনের বিনিময়
খোদার ইশারায় ইব্রাহিম করলেন আপন পুত্র বিসর্জন
খুশি হয়ে খোদাতালা দুম্বা নিলেন করে গ্রহণ।
চাননি আল্লাহ পুত্রের বলি যাচিয়াছেন নবীর মন
পিতা পুত্রে দেখালেন মোদের বিশ্বাসের কি নিদর্শন!
সেই হতে সব মুসলমানে পশু করি কুরবানি
বুকে রাখি আশা খোদা পাবো তোমার মেহেরবানী।
খুশির দিনে ভাইয়ে ভাইয়ে হয়ে যাই সব এক আবার
পশুর সাথে ধুয়ে মুছে যাক হিংসা বিদ্বেষ অহংকার।