শৈশবের স্মৃতি জড়িয়ে
কুলফি মালাই ঘিরে।
শহর থেকে আব্বু ফিরতো
তিলের খাজা নিয়ে।
কুলফি নিয়ে স্কুলেতে
আসত বৃদ্ধ চাচা,
কলা পাতায় খেতে লাগতো
আহা কি যে মজা!
তিলের খাজার তিল গুলো সব
থাকতো মুখে এঁটে
জিহ্বা দিয়ে সেগুলো
তুলতাম চেটে চেটে।
তিলের খাজার মতই মধুর
দিন গুলো সব ছিল
কুলফির মতো রসে ভরা
আজো স্মৃতি গুলো।