ক্রিয়া বন্ধ হলেই কি মৃত্যু হয়?
না এটাতো একটা আনুষ্ঠানিকতা মাত্র।
তবে মৃত্যু কাকে বলে কাকে বলে বেঁচে থাকা?
জানতে চাও মৃত্যু কাকে বলে তবে এসো আমার সাথে,
গভীর রাতে পেটের দায়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা,
ঐ পতিতাকে জিগ্যেস করো, মৃত্যু কাকে বলে।
উত্তর পাবে, প্রতি রাতে ক্ষত বিক্ষত হয় তার আত্মা
প্রতি রাতে নতুন করে মৃত্যু ঘটে তার।
জিগ্যেস করো বৃদ্ধাশ্রমের ঐ পিতাকে
জিগ্যেস করো ঐ মাকে, মৃত্যু কাকে বলে?
জানতে পারবে তারা অনেক আগেই মারা গেছে।
এখন শুধুই কথিত ঘোষণার অপেক্ষা।
যে ব্যার্থ প্রেমিক নিকোটিনের ধোঁয়ায় কষ্ট গুলো উড়াতে চাই
তাকে জিজ্ঞেস কোরো, মৃত্যু কাকে বলে?
তুমি উত্তর পাবে, প্রিয়জনকে হারালে বুঝবে, মৃত্যু কাকে বলে।
তবে বেঁচে থাকা কাকে বলে?
চলো আমার সাথে কারাগারে গহীন কুপে
সত্য কথা বলায় যে সৈনিক, জালিমের কুঠোরিতে বন্দি
যাও তাকে জিজ্ঞেস করো বেঁচে থাকা কাকে বলে।
মানবতার কল্যাণে যে সাধক ছুটছে অবিরাম
যদি কখনো তাঁর দেখা পাও জিজ্ঞেস করো তাকে
বেঁচে থাকা কাকে বলে।
তুমি উত্তর পাবে অন্যের মাঝেই আছে প্রাণের উৎস
তাদের মাঝেই আছে অমৃত সুধা।
সেই তো সফল যে বিলিয়েছে নিজেকে অন্যের তরে
কথিত মৃত্যু তাদের ছুঁতে পারে তবে বেঁচে রয় তাঁরা
যুগ যুগান্ত ধরে এই ধরনীর মানুষের মাঝে।