জীবন খেয়া পাইনারে কূল
অথৈ নদে ভেসে,
স্বপ্ন গুলো ফিরে ফিরে যায়
দুচোখ জুড়ে এসে।
না জানি এই বৃথা যাত্রার
ঘটবে কবে ইতি,
থাকবো না আর থাকবে তবু
রেখে যাওয়া স্মৃতি।
অতীত হলেও গল্প হয়েই
আসব ফিরে ফিরে,
ছিলো যে এক ব্যর্থ নাবিক
চলতো ধীরে ধীরে।
শুনবে সবাই এই মাঝিটির
করুন সুরের গান,
কুল হারিয়ে নদের বুকে
ঝরেছে যার প্রাণ।