এই কালো কালো ঘন আঁধারে কত সে
প্রিয় মুখ গেছে মিলে, নাইরে খবর।
কত মায়ের চোখের পানি ঝরেছে তা
না জানি, কত যে বোন দিয়েছে ইজ্জত।
সেই যে মার্চের রাত, ওরা বুনেছিল
এই দেশে মৃত্যু ফাঁদ, নিতে রক্ত স্বাদ।
নীল নকশা এঁকেছে ওরা এ এজাতীকে
করবে মেধাবী শূন্য, ভেঙে দিবে শীর
বুঝে নি ওরা বাঙালি লড়াইয়ু বীর।
বুঝতে পেরে মুজিব দিল লড়াইয়ে
ডাক, নয় মাস পর আমরা পেলাম
কাঙ্ক্ষিত স্বাধীনতার প্রিয় সেই স্বাদ।