আমার নৃত্য সাথী দুঃখের সাথেই বাস
মন জমিনের কৃষক আমি দুঃখ করি চাষ।
দুঃখকে আর ভয় লাগে না দুঃখ করেছি জয়
শত দুঃখের মাঝেও করি সুখের অভিনয়।
দুঃখ আমার পরম আপন দুঃখ চলার সাথী
দুঃখ আমার সাথে থাকে সদায় দিবস রাতি।
দুঃখের অনলে পুড়ে গেছে, যা ছিল সুখ স্মৃতি
দুঃখ আমার চিনিয়েছে নিষ্ঠুর পৃথিবী।
দুঃখ আমার চিনিয়েছে ছলনাময়ীর জাল
ঘটে গেছে আজকেই সব যা ঘটতো কাল।
দুঃখ গুলোর শিক্ষক রূপে ঘটেছে আবির্ভাব
দুঃখ চিনিয়েছে আপন পর মানুষের স্বভাব।
দুঃখ চিনিয়েছে বন্ধু আমার শত্রু কেবা আছে
দেখিয়েছে স্বার্থপর শুভাকাঙ্ক্ষীর বেশে।
সুসময়ের কোকিল দেখেছি দুঃসময়ের কাক
দুঃখ তাই আজ বড়ই আপন দুঃখ বেঁচে থাক।