লক্ষ ভায়ের রক্তে কেনা আমার প্রিয় স্বাধিনতা
বলবো কথা রুখবি কে তুই দেশটাকি তোর বাপের একা?
আমজনতার অর্থ লুটে মোদের উপর দাদা গিরি
পার পাবি না আমজনতা ধরবে যেদিন চুলের মুঠি।
আমার দেশে মিছিল মিটিং অনুমতির তুই বেটা কে
তুই তো বেটা আমার চাকর ছরি ঘোরাস মনিব পরে।
আমার টাকায় কেনা অস্ত্র আমার দিকেই করিস তাক
সব অনাচার রুখবো এবার তুইও বেটা প্রস্তুত থাক।
পার পাইনি চেয়েছে যারা করতে বাঙালির কন্ঠ‌ রোধ
সেই পুড়েছে যে দেখেছে এই বাঙালির বাংলা ক্রোধ।
মোরা বাঙালি শান্তি প্রিয় শান্ত হয়ে থাকে দাও
উপরে দিব শিখর হতে মনিব যদি হতে চাও।
গদির লোভে এই দেশটা আর কোরোনা ভিক্ষারি
পথ পাবে না আমজনতা যদি হয়েযাই শিকারী।
বুলেট বোমায় এই বাঙালি পায়না কভু ভয়
রক্ত ঢেলে আমরা বাঙালি আনতে জানি জয়।