তুমি কি আমার সেই তুমিটা হতে পারো না আবার
যার চোখে শ্রাবণ নামত না দেখলে আমার‌।
যার সান্নিধ্যে ভুলে যেতাম আছে যত ব্যাথা
না দেখলে যারে নিদ্রা ছুতোনা আমার চোখর পাতা।
ছিলে তুমি আমার সুখে দুঃখের একটি সারথি
হৃদয় মাঝে চলছে আজো তোমার আরতি।
তোমার স্মৃতির অঙ্গারে পুড়ে ছাই মনের পাড়া
অর্থহীন এ জীবন অপূর্ণ তুমি ছাড়া।
একলা বসে তোমার কথা ভাবছি অবেলায়
হারিয়েছি তোমায় কি নিদারুন অবহেলায়।
আবার কি নতুন করে হতে পারে না শুরু
কিভাবে যাব সামনে তোমার বুকটা দুরুদুরু।
তুমি ছিলে সত্য সঠিক আমি ছিলাম ভুল
তিলে তিলে পুড়িয়ে নিজেকে দিচ্ছি মাসুল।
যদি পারো করতে ক্ষমা এসো আবার ফিরে
আছো তুমি এই বুকের সবটা জুড়ে।
তোমার বিনা ধূসর দিবস রাত্রি কাটে না
করে ক্ষমা একবার তুমি ফিরে কি আসবে না?
এসো ফিরে ওগো প্রিয়ে ভেঙে অভিমান
জীবন দিয়ে রাখবো ভালোবাসার সম্মান।