প্রতি দিন হাজারো স্বপ্ন এসে
জমা হয় এই মনে,
প্রতিদিন ভাসায় রঙিন ভাবনার সাগরে।
যে সাগরের নেই কোন তীর
আছে সুধু মোহ আর মায়ার টান।
সেই সাগর প্রাণে চেয়ে আছি
চাতকের মতো সবাই।
কেউবা আবার এই সাগরেই
আজব ভাবে যাই ভেসে।
কেউ রয়ে যায় উপকূলেই
বড় আশায় আশায় বুক বেধে।
কেউ দেয় ডুপ সাগরে মুক্তার সন্ধানে।
কেউ আবার ডুবেই মরে
সপ্ন অথই জলে।
স্বপ্ন সাগরে সবাই আসে
নিজের মতো করে।