তুমি দিয়েছিলে কথা আসবে বলে
তায় অশায় বেধেছিলাম বুক,
গিয়ে ছিলাম তোমার এক ডাকে ছুটে
সেই...অচেনা মুল্লুক।
পরন্ত বিকেলে আসবে তুমি
বলেছিলে আসবে নদীর ঘাটে,
তাইতো সেথায় ছিলাম বসে
সারা রাত,আশায় বুকটা বেধে।
প্রতিটা ক্ষনে হয়েছে মনে
এই আসলে বুঝি তুমি।
আল্ত করে কাঁধে রেখে হাত বললে
বড্ড কষ্ট দিয়ে ফেল্লাম আমি।
কল্পনার জগৎতে হারায়
ক্ষণিকের জন্য আমি
হঠাৎ আবার হয় মনে
এই সবি পাগলামি।
তোমার অপেক্ষায় সময়টা যেন
গেছে থমকে আজ।
কাটিতে চাইনা এই রাত্রি
যেন হতে চাইনা প্রভাত।
তোমার কথা ভেবে ভেবেই গেল
অপেক্ষার সারা রাত।
প্রভাত হতেই ফোনটা উঠলো
কিং কিং করে বেজে!
ফোনটা ধরেই বলল বাবা,
কোথায় আছিস তুই খোকা?
ফিরলিনা রাতে বাড়ি!
উত্তর দিতে পারিনি আমি
সুধু তোমার কথা ভেবে
সুধুই ভেবেছি আসলেনা কেন
আমাকে কথা দিয়ে