একটি প্রদীপ জ্বলিল ধরায়
ঘুচিল সকল আধার।
মরুভূমির বালি স্বর্ণ হল
আগমনি খুসিতে তাহার।
তাহার রূপেতে তারা গুলি যেন
পরিল সবে খসি!
আমেনার কোল আলো করিল
তাহার মিষ্টি হাঁসি।
তাহার আগমনে পাখ-পাখালি
হলো সবাই খুসি,
প্রার্থনায় সব হইল রত
হবে শ্রেষ্ঠ মানবের আগমনি।
নিশি বলিল  আমার মাঝে
আল্লাহ পাঠাও তাহাকে
দিবা বলিল আমার মাঝে
দাও তোমার হাবিবরে।
দুজনারও মাঝে আল্লাহ
পাঠালো তাহার হাবিবকে।
তাহার আদর্শে কু সংস্কার
গেলো সব ঘুচে।