কখনো কি জীবনের পূর্ণ স্বাদ পেয়েছো?
পাওনি তো!
কখনো কি জীবনের সংকটে পড়েছো?
পড়নি তো!
কখনো কি এক মুঠো ভাতের জন্য
অনাহারে কাটিয়েছো রাত।
কাটাওনি তো!
কখনো কি দেখেছো দারিদ্রতা কাকে বলে।
দেখোনি তো!
সোনার চামচ মুখে নিয়ে তোমার জন্ম
দারিদ্রতার অভিশাপ থেকে তোমরা মুক্ত।
তবে আমাদের ছোট লোক বলে
গালাগালি করো নাকো।
আমরা উপভোগ করি
জীবনের প্রতিটা মুহূর্ত।
অভাবের সাথে লড়াই করি
অন্যের ক্ষেতে কাজ করি।
আবার ধরি শক্ত হাতে
সংসারের দড়ি।
কখনো আসে প্রাচুর্যতা
পাল্টায় তখন ছেঁরা কাঁথা।
এভাবেই চলি গরীবেরা
উপভোগ করি জীবনটা।
*************************
রচনা কাল=১০-০৯-২০১৬ইং