খুন খারাব আর অত্যাচারে
ভরপুর যে সময় ছিল।
কন্যা শন্তান জন্ম নিলে
যখন জিবিত কবর দেওয়া হতো।
সেই জাহেলাতে প্রিয় নবী জন্ম নিয়ে এলো।
ছোট্ট থেকেই সৎ নিষ্ঠায়
অটুট সে যে ছিল।


আল-আমিন বলে ডাকতো তাকে
মদিনার সব লোক।


জাহেলাতের ঐ নিষ্ঠুর নিয়ম
তিঁনি পারেনি মেনে নিতে।
তাইতো তিনি সত্যের বাণী
পৌছেছেন দারে দারে।
আল্লার বাণী পৌছে দিতে কত
অপমান ও মার খেলেন।


বদর প্রান্তে শহীদ হইলো
তাঁর দুই দন্ত মোবারক।
তবুও কোন দিন উম্মতের উপর
করেননি অভিযোগ।
বলেছেন প্রভু অবুজ ওরা
না বুঝে করেছে ভুল।
বলেছ তুমি মাফ কর উম্মতের
মাফ কর ওদের ভুল।
মক্কা বিজয় করেও তুমি নাওনি প্রতিশোধ।
তুমি যে মহান শ্রেষ্ঠ মানোব
করিও মদের শাফাইওত।