বৃষ্টির দিনে হচ্ছিল কথা
তোমার-আমার সাথে।
যত দুঃখ তোমার মনে
বলছিলে আমাকে।


মা চলেগেছে একলা ফেলে
না ফেরার ঐ দেশে।
বাবা করেছে  নতুন বিয়ে,
এসেছে নতুন মাকে নিয়ে।


নতুন মা এসে আমার
কি দিল যানো উপহার!
স্কুল যেতে কাল থেকে আমার
হবে না নাকি আর।


বাবা বলল মেয়ে হয়ে জন্মেছিস এ ধরায়
কি হবে বলনা এত লেখা পড়ায়!
তার থেকে বরং বাড়ির কাজে কর
কমবে মায়ের বোঝা।


বৃষ্টির দিনে মনের দুঃখ
বলছিলে সব খুলে।
আখি বয়ে তোমার ঝরছিল অশ্রু
বৃষ্টির তালে তালে।