কোকিল কালো তবুও ভালো
কাকটা কেনো নয়?
কোকিলের সুর মধুময়
কেনো কাকের সুরে ভয়।
কোকিলের সুর শুনতে সবাই
অপেক্ষায় দিন গোনে,
কাকের ডাক শুনলে কেনো
লোকে ঝাটা লাঠি দিয়ে তারে।
কোকিলের ডাক শুনলে সবাই
কানটা পেতে থাকে,
কেন,কাকের ডাক শুনলে
লোকে অলক্ষুণে বলে?
অলক্ষুণে কাকটা যদি
না-ই থাকতো এ ধরায়
মিষ্টি মধুর এই কোকিলায়
ডিম পারতো কোথায়?