গণতন্ত্য হে গণতন্ত্র কোথায় তুমি আজ
তোমার নামে আজ চলছে অন্যায় অবিচার।
স্বাধীনতাও আজ পালিয়েছে গণতন্ত্র,
তুমিওতো আজ নায়!
তুমিও হয়েছো আজকে যে ভাই বিপন্ন প্রায়।
গণতন্ত্র তুমি হয়েছো বিক্রি কাদের কাছে আজ
নেই কি তোমার লাজ গণতন্ত্র নেই কি তোমার লাজ।
স্বাধীন দেশে আজ নেই যে স্বাধীনতা
মানুষ আছে এই দেশে আজ নেই মানুষ্তা।
গণতন্ত্র আজ তোমার কাছে নেই
জনগণের নিরাপত্তা।
বিক্রিত আজ গণতন্ত্র তুমি,
বিক্রিত স্বাধীনতা।
গণতন্ত্র তুমি মানুষের কাছে আজ
হয়েছো,রূপকথার কল্পনা।
ছলনাময়ী গণতন্ত্র তুমি দিচ্ছ মদের ধোঁকা।