(গদ্য-পদ্য)
পদ্যগুলো গদ্যে ঢাকা
ঢাকনায় লেখা--'লুপ্ত প্রথা

(সার্কাস)
ছন্দবাগীশ নাচছে
পাঠক দেখছে--'পুরানো সার্কাস'


(অভিজাত)
পকেটে পয়সা নেই
সেলফোন ভর্তি সেলফি
হা-ঘরে কিন্তু ভঙ্গিমায় অভিজাত


(মানে)
এ বলে আমি জানি
ও বলে 'আমি'
যে জানে
সে খুঁজছে 'জানা'র মানে


(নকলি কবি)
কবিদের ভীড়
খোঁজ চলছে সত্যি কবির
কিন্তু কি আশ্চর্য!
সব কবির মুখগুলো এক
মিথ্যেয় ভরা


(ব্রেকিং নিউজ)
সবুজ পৃথিবীতে
লাল গ্রহের গ্রীন সিগনাল
নো হিন্দু নো মুসলিম নো খ্রীষ্টান
ওয়েলকাম অনলি হিউম্যান