(শিরোনামে বিভ্রান্ত না হয়ে কাব্যভাবনা কে কবিতায় খুঁজুন.....................)


আজ নয় কাল কবিতা লিখবো--
নারীদিবসের আঙিনায় নারীদের গূনকীর্তন করে
কিছু হাততালি কুড়োবো,
তারপর স্বাভাবিক ভাবেই সবকিছু ভুলে যাবো--
যেমন 'মা দিবস' এর পরে মাকে ভুলে যাই
'স্বাধীনতা দিবস' এর পরেই স্বাধীনতা হারাই
আর 'শিশু দিবস' এর পরেই শিশুদের এড়িয়ে যাই--
আমরা শুধু প্রতীকের পূজারি
কাজে নয় কথাবার্তায় আহাজারি--
দিন বদলেছে-----চারিদিকে কোলাহল
নারী আপনি আগুন
হাত পুড়ে যায় থুড়ি উজ্জীবিত হয় অনুরাগের ছোঁয়ায়--
নারী আপনি সত্যিই আগুন
দয়া-দাক্ষিণ্য,সহানুভুতি কিম্বা স্তুতি নয়
সহমর্মিতায় ইকোয়াল-ইকোয়াল হয়ে
স্বমহিমায় বাঁচুন............


আজ নয় কাল কবিতা লিখবো......




বিশেষ--মুখবন্ধের কিছু কথা এই কবিতার শিরোনাম নিয়ে ব্যাখ্যা--কেননা
২১/৬/১৩ তে প্রকাশিত আমার কবিতা 'নারী আপনি আগুন' বিষয়ে বিতর্ক সম্বন্ধিত।