(মানুষের অবক্ষয়ের সঠিক অবস্থান এই ভাবনার ব্যঞ্জনায়.........)


মহার্ঘ পোষাক পরছি
আর লুকিয়ে চুরিয়ে দেখছি............নগ্নতা,
হাতের মুঠোয় ধরছি
আর ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি............ হিংস্রতা,
পানপাত্রে ঢালছি
আর শুষে নিচ্ছি.........................মদিরতা,
নেড়ে চেড়ে দেখছি
আর ফেলে দিচ্ছি......................ভালোবাসা,
দিনকতক টানছি
আর বৃদ্ধাশ্রমে ছেড়ে আসছি..........মাতাপিতা,
জন্মেছিলাম দুপেয়ে
আর হয়ে গেছি চারপেয়ে...............শেষকথা।





বিশেষ--এটা একটা পুরনো কবিতার পুনর্গঠন