আ মরি বাংলা ভাষা
                       দেশভাগের প্রহরে
এপার বাংলায় আমি
ওপার বাংলায় ভাই
                      পড়ে আছি অশ্রুস্নাত অন্তরে--
আচ্ছা বলো তো
কাঁটাতারের কি সাধ্য
ভাষাকে দু টুকরো করে
আর কে বলে
রফিক-বরকত রা আর নেই
ওরা আছে
এপার বাংলা-ওপার বাংলার
                                  ঘরে ঘরে--
আর বাংলাভাষার বৈজয়ন্তী উড়িয়ে
বিশ্ব মাতৃভাষাদিবসের চত্বরে......


অলক্ষ্যে কেউ প্রশ্ন করে
আচ্ছা বাংলাভাষায় কি মধু আছে ভরে?
অলক্ষ্যে ধ্বনিত হয়--
প্রাচীন গাছের মত মমতা
ফাল্গুনী নদীর মত দোলাচল
মন্দাকিনী জোছনার মত সরলতা
অচিন পাখির কাকলির মত কোলাহল
আর সুক্ষ অতল ছোঁয়া কথা
যে ভাষায় আছে
সেই আমাদের সুপ্রিয় বাংলাভাষা--
আমরা 'যেখানেই যাই-যতদূরেই যাই'
অটুট থাকুক বাংলা-ভাষার ভালোবাসার
দিগ্বিজয়ী প্রত্যাশা.........