(পরিবেশদূষন মুক্ত হওয়ার জন্যে আমাদের অনেক প্রচেষ্টা,প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে সদাতত্পর--মানবতাকে বাঁচিয়ে রাখতে কি করা সম্ভব তারই ব্যঞ্জনায়--)


হাতের নানা কাজ--মাটি কোপাচ্ছে,বীজ বুনছে,ফসল কাটছে,নামাজ পড়ছে,ছবি আঁকছে,কবিতা লিখছে আবার কখনো মুঠিবদ্ধ হয়ে প্রতিবাদ জানাচ্ছে
পা এর নানা অবস্থান--হাঁটছে,দৌড়োচ্ছে,নেচে উঠছে,লাথি মারছে আবার কখনো
ছড়িয়ে ছিটিয়ে বিশ্রাম নিচ্ছে
চোখ এর অনেক ছলাকলা--কখনো নির্দোষ,কখনো লোলুপ,কখনো উদাস আবার
মাঝেমধ্যে জেগে থেকেও অন্ধ
মুখ লা-জবাব--কথা বলছে,নিজে না শিখে অন্যকে শেখাচ্ছে,গান করছে,গালি দিচ্ছে আর যখন বলার তখন বোবা হয়ে থাকছে
কান ভারি সেয়ানা--আড়ি পেতে শোনে,ভালো কম বাজে কথা বেশি শোনে,আবার কখনো সঠিক অভিযোগ শুনেও না শোনার ভান করে
নাক ভারি দেমাকি--শুধু সুগন্ধ চেনে,দারিদ্রতা দেখলে সিটকায়------


শুধু রক্তের একই স্বভাব--স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় সতত শুদ্ধ হয়ে বহমান
এসো--কারো রক্তপাত না করে বরং করি একটু রক্তদান................