( আজ বাণীবন্দনা তথা সরস্বতীপুজো,প্রথা অনুযায়ী মূর্তি'র সামনে ফলপ্রসাদ,ধূপধুনোর সাথে বই এর পাহাড়,স্তুপাকার বই এর মাঝে বসে একটা
অনন্য ভাবনার ব্যঞ্জনায়......)


'সুবোধ' কবি বলেছেন--'প্রত্যেকটা মানুষই একটা বই'--সাদামাটা লোকেরা যেন
বটতলার চটি বই নিমেষেই পড়ে ফেলা যায়,মাঝারি'রা যেন লাইব্রেরীর তাকে
সাজানো অনুসন্ধিত্সু বই একটু সময় নিয়ে পড়তে হবে আর উচুতলার মানুষেরা
বেশ ভারি, যেন বনেদবাড়ির বৈঠকখানায় সুদৃশ্য শোকেসে গুছিয়ে রাখা সম্ভ্রান্ত
বই--পড়ে বোঝা মুশকিল।প্রত্যেকটা বই এর এক অভিনব শুরু আছে-------
মাঝখানে দোলাচল--ধীরে ধীরে টালমাটাল আর শেষপাতায় শূণ্য অনন্তে বিলীন-
যদিও মানুষকে পড়া এক জীবনে সম্ভব নয়--তবুও স্তুপাকার বই এর মাঝে
অনর্থক বসে থাকা নিরালায়--এসো একটু থিতু হয়ে বসি আর আজেবাজে জিনিষ
না পড়ে একটা মানুষকে পড়ি আন্তরিকতায়.........




বিশেষ--ঋদ্ধ কবি সুবোধ সরকারের এক কবিতার প্রেরণায়--