প্রথম পর্বের শেষ দুই পংতি--
'বোকা মানুষ,নিজেদেরই গ্যারান্টী নেই
অথচ যন্ত্রের গ্যরান্টী চাইছে'......
                                         (দ্বিতীয় পর্ব)
' নিজেদের কথা ভুলে
যন্ত্রেরা দীর্ঘজীবি হোক'--এই চায়,
তাই মেতে ওঠে তাদের পরিচর্যায়--
অতঃপর-----


অত্যাধুনিক পৃথিবী
ছবির মত সাজানো ঘরবাড়ি
পৃথিবীবাসীর
একে অপরের সাথে না ভাব না আড়ি
রাগ নেই তাই অনুরাগ ও  নেই--
জিজ্ঞাসা করি--'তোমরা কারা'?
উত্তর আসে--'তোমাদের ভবিষ্যত'


সাইবর্গ বুক চিতিয়ে বলছে
আমাদের কোন অনুভুতি নেই
আমরা শুধু দুটো কমান্ড মানি
'হা কিম্বা না'


শেষ প্রজন্মের মানুষ
ভাঙা হৃদয় নিয়ে হাঁটছে আর ভাবছে
হোক না একটু খেয়ালি,রাগী কিম্বা অভিমানী
রক্ত-মাংসের মানুষগুলো আজ কোথায়
যাদের জন্যে স্রষ্টা'র কাছে এই পৃথিবীটাও ঋণী.........



বিশেষ--এই পর্বটা পড়ার আগে যোগসূত্র হিসাবে কালকের প্রথম পর্বটাও পড়তে হবে।
সাইবর্গ--ভার্চুয়াল তথা যন্ত্রমানব