(প্রচার)
আচমকা মেধা ও মেদ ঝরে যায়
কঙ্কাল ভয়ঙ্কর দেখায়
যেই না প্রচারের আলো নিভে যায়
                                        (সুবোধ)
'যত ভারি ক্রোধ
তত বড় রোগ'
যে বোঝে সে সুবোধ
                                        (সারাংশ)
রঙ 'গোরা' দেখে মোহিত হয়
'শ্যামলী'র গুণ ভুলে যায়
অনুভব হয় যখন শেষ সময়
                                        (অশ্রুজল)
দুঃখে জর্জর হলে কাঁদি
আনন্দে গদগদ হয়েও কাঁদি
চোখের জল সতত বেহিসাবি
                                       (নিপাতন)
হচ্ছে,হবে,যাচ্ছি, যাবো
আজ নয় কাল ভাববো
'নিপাতনে সিদ্ধ' হয়েই বাঁচবো